'মণিকাঞ্চনযোগ'-এর সমার্থক বাগধারা কোনটি?
A দহরম-মহরম
B কেতাদুরস্ত
C সোনায় সোহাগা
D শিরে সংক্রান্তি
Solution
Correct Answer: Option C
'মণিকাঞ্চনযোগ' এর সমার্থক 'সোনায় সোহাগা' । এই উভয় বাগধারার অর্থ উপযুক্ত মিলন। অন্যদিকে কেতাদুরস্ত— পরিপাটি; দহরম- মহরম— ঘনিষ্ঠ সম্পর্ক; শিরে সংক্রান্তি— সামনে বিপদ।