Solution
Correct Answer: Option B
- মোগল সম্রাট আকবরের নির্দেশে তৎকালীন রাজ জ্যোতিষী ফতেহউল্লাহ সিরাজী বাংলা সন বা 'ফসলি সন' চালু করেন।
- মূলত কৃষকদের কাছ থেকে কর বা খাজনা আদায়ের সুবিধার্থে ১৫৮৪ খ্রিষ্টাব্দে এই সন গণনা শুরু হয়।
- তবে আনুষ্ঠানিকভাবে এই গণনা ৫ নভেম্বর, ১৫৫৬ খ্রিষ্টাব্দ থেকে কার্যকর ধরা হয়, যেদিন আকবর সিংহাসনে আরোহণ করেছিলেন।
- হিজরি সনের ওপর ভিত্তি করে এবং হিন্দু সৌরমাসের সাথে সামঞ্জস্য রেখে এই নতুন বাংলা বর্ষপঞ্জি তৈরি করা হয়েছিল।
- বাংলা নববর্ষ 'পহেলা বৈশাখ' পালনও সম্রাট আকবরের সময় থেকেই প্রচলিত হয়।
- বর্তমানে বাংলাদেশে ১৯৮৭ সাল থেকে গ্রেগরিয়ান ক্যালেন্ডারের ১৪ এপ্রিলকে ১লা বৈশাখ হিসেবে নির্দিষ্ট করা হয়েছে।