'ঠক বাছতে গাঁ উজাড়' - প্রবাদটির অর্থ কী?
A ভালো মানুষের অভাব
B চোর ধরতে গিয়ে গ্রামে আগুন নেওয়া
C টাকায় সব হয়
D নিস্ফল প্রয়াস
Solution
Correct Answer: Option A
- 'ঠক বাছতে গাঁ উজাড়' - প্রবাদটির অর্থ - ভালো মানুষের অভাব
কিছু গুরুত্বপূর্ণ প্রবাদ-প্রবচন ও অর্থঃ
• মশা মারতে কামান দাগা - সামান্য ব্যাপারে বৃহৎ আয়োজন।
• গরু মেরে জুতা দান - গুরুতর ক্ষতি করে কিঞ্চিৎ সাহায্য দান।
• অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট - অতিরিক্ত লোকের খবরদারিতে কাজ পণ্ড।