দ্বিতীয় বিশ্বযুদ্ধের পিতৃভূমি বলা হয় কাকে?

A ইংল্যান্ড

B ফ্রান্স

C জার্মানি

D রাশিয়া

Solution

Correct Answer: Option D

দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ২৩ জুন ১৯৪১ জার্মানির নাৎসি বাহিনী সােভিয়েত আক্রমণ করলে রাশিয়ার ‘প্রাভদা’ পত্রিকা একে ‘The Great Patriotic War of the Soviet People’ হিসেবে উল্লেখ করে জনগণকে নিজ পিতৃভূমি রক্ষায় উদ্বুদ্ধ করে। সে থেকেই রাশিয়াকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পিতৃভূমি (Fatherland) বলা হয়ে থাকে।
 
- হিটলারের অপরিসীম রাজ্যলিপ্সা ও ক্ষমতার উদ্ধতাই এ যুদ্ধের ডেকে আনে। প্রথমদিকে অক্ষশক্তি সমুহের প্রভূত সাফল্য ঘটলেও শেষে জার্মানি, ইতালি ও জাপান আত্মসমর্পণ করতে বাধ্য হয়। জার্মানির পতনের খবর পেয়ে হিটলার তাঁর সদর দপ্তর বার্লিনে 30.9.1945 আত্মহত্যা করেন।
 
- ২য় বিশ্ব যুদ্ধের সময় অক্ষ শক্তি প্রধানগণঃ
   ♦ এডলফ হিটলার - জার্মানি নেতা, 
   ♦মুসোলিনী - ইতালি নেতা, 
   ♦ হিরোহিতো - জাপান সম্রাট
 
- মিত্র শক্তি প্রধানগণ হলেনঃ 
  ♦ যোশেফ স্টালিন - রাশিয়া প্রেসিডেন্ট, 
  ♦ রুজভেল্ট ও হেনরি ট্রুম্যান-আমেরিকা প্রেসিডেন্ট, 
  ♦ উইনস্টন চার্চিল - বৃটেন প্রধানপ্রধানমন্ত্রী, 
 
- ২য় বিশ্ব যুদ্ধের সময় আমেরিকা সরাসরি যোগ দেয় - ৭ ডিসেম্বর, ১৯৪১
- ২য় বিশ্ব যুদ্ধের সময় মিত্র বাহিনীর নিকট জার্মানি আত্মসমর্পণ করে - ৬ মে, ১৯৪৫
- জাপান পাল হারবার আক্রমণ করে-৭ ডিসেম্বর, ১৯৪১,
- ২য় বিশ্ব যুদ্ধ আনুষ্ঠানিক সমাপ্তি হয়- ১৪ আগস্ট, ১৯৪৫

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions