‘ধন হইতে সুখ হয় না’ নিচের শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Solution
Correct Answer: Option D
- সাধারণ অর্থে যা থেকে কোনো কিছু বিচ্যুত, জাত, বিরত, আরম্ভ, উৎপন্ন, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে।
- প্রদত্ত 'ধন হইতে সুখ হয় না' বাক্যটিতে ‘ধন হতে’ বলতে ধন বা সম্পদ থেকে প্রাপ্ত বা উৎপন্ন সুখের কথা বোঝানো হয়েছে।
- এখানে ধন থেকে সুখের উৎপত্তি বা প্রাপ্তি নির্দেশ করছে, তাই এটি অপাদান কারক।
- বাংলা ব্যাকরণ অনুযায়ী ‘হইতে’, ‘থেকে’, ‘চেয়ে’ ইত্যাদি অনুসর্গগুলো ৫মী বিভক্তির চিহ্ন হিসেবে গণ্য হয়।
- যেহেতু বাক্যটিতে ‘হইতে’ অনুসর্গটি স্পষ্টভাবে উল্লেখ আছে, তাই এটি অপাদানে ৫মী বিভক্তির একটি সঠিক উদাহরণ।