Solution
Correct Answer: Option A
- বাংলা ভাষায় বচনভেদে ক্রিয়ার কোনো পরিবর্তন হয় না।
- অর্থাৎ, কর্তা বা বিশেষ্য পদ একবচন বা বহুবচন যাই হোক না কেন, ক্রিয়ার রূপ একই থাকে।
- যেমন: 'সে ভাত খায়' (একবচন) আবার 'তারা ভাত খায়' (বহুবচন)—এখানে উভয় ক্ষেত্রেই 'খায়' ক্রিয়াটি অপরিবর্তিত রয়েছে।
- অন্যদিকে, পুরুষ (Person) এবং কাল (Tense) ভেদে ক্রিয়ার রূপের পরিবর্তন ঘটে।
- যেমন: পুরুষভেদে 'আমি খাই' (উত্তম পুরুষ), 'তুমি খাও' (মধ্যম পুরুষ), 'সে খায়' (নাম পুরুষ)।