‘ভোরে সূর্য উদয় হয়’ উদাহরণটি কোন বর্তমান কালের?
Solution
Correct Answer: Option A
- সাধারণ বর্তমান কালের ক্রিয়া দ্বারা যখন কোনো নিত্য সত্য বা স্বভাবজ কাজ প্রকাশ পায়, তখন তাকে নিত্যবৃত্ত বর্তমান কাল বলে।
- এই বাক্যে ‘সূর্য উদয় হওয়া’ একটি চিরন্তন সত্য ঘটনা যা অতীতেও হয়েছে, বর্তমানেও হচ্ছে এবং ভবিষ্যতেও হবে।
- নিত্যবৃত্ত বর্তমান কালের মাধ্যমে সাধারণত প্রাকৃতিক নিয়ম, গাণিতিক সত্য, বা অভ্যাসবশত কাজগুলোকে বোঝানো হয়।
- এই উদাহরণটিতে স্বাভাবিকতা বা অভ্যস্ততা বোঝানোর ফলে এটি সাধারণ বর্তমান না হয়ে ‘নিত্যবৃত্ত বর্তমান’ হয়েছে।