২০১৮ সালে অর্থনীতিতে নোবেল পুরুষ্কার পেয়েছেন কে ?
A অলিভার হার্ট
B জ্যা তিরোল
C উইলিয়াম ডি নর্ডহাস ও পল মাইকেল রোমান
D রবার্ট জে শিলার
Solution
Correct Answer: Option C
২০১৮ সালে নোবেল পুরুষ্কার দেওয়া হয় ১২ জন ব্যক্তিকে ।উল্লেখ্য-নিলাম তত্ত্ব এবং নতুন নিলাম ফরমেটের প্রতিচ্ছবিগুলোর আবিষ্কারের জন্য ২০২০ সালে অর্থনীতে যৌথভাবে নোবেল পুরুষ্কার পেয়েছেন ' পল আর মিল্গ্রাম এবং রবার্ট বি উইলসন ।