Solution
Correct Answer: Option C
- যে বর্ণ বা বর্ণসমষ্টি ধাতু বা প্রাতিপদিকের পরে যুক্ত হয়, তাকে প্রত্যয় বলে।
- প্রত্যয় সবসময় ধাতু বা শব্দের শেষে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে।
- যেমন: √কর্ (ধাতু) + আ (প্রত্যয়) = করা।
- আবার, ডিঙি (শব্দ) + আ (প্রত্যয়) = ডিঙা।
- শব্দের প্রথমে যা যুক্ত হয় তাকে উপসর্গ বলে, আর শেষে যা যুক্ত হয় তাই প্রত্যয়।