‘ইচ্ছা’ বিশেষ্যের বিশেষণ কোনটি নির্দেশ করে?
Solution
Correct Answer: Option B
ইচ্ছা (বিশেষ্য):
- অভিলাষ, স্পৃহা, বাসনা।
- রুচি, প্রবৃত্তি (যেমন: খাওয়ার ইচ্ছা নাই)।
- অভিপ্রায় (যেমন: খোদার ইচ্ছায় সব হয়)।
ইচ্ছুক (বিশেষণ):
- অভিলাষী, বাসনাযুক্ত।
- রাজি, সম্মত।
- ঐচ্ছিক শব্দটিও বিশেষণ, যার অর্থ ইচ্ছার অধীন বা ইচ্ছাধীন। অর্থগত দিক বিবেচনায় 'ইচ্ছুক' অধিক গ্রহণযোগ্য উত্তর হবে।