বাংলা ব্যাকরণ অনুযায়ী 'বর্ণ' কয় প্রকার ও কি কি?

A স্বর বর্ণ ও ব্যঞ্জন বর্ণ

B প্রতীকী বর্ন ও সাংকেতিক বর্ন

C ব্যঞ্জন বর্ন ও অসংযুক্ত বর্ন

D পূর্ববর্তী বর্ন ও উভয় বর্ণ

Solution

Correct Answer: Option A

বাংলা ব্যাকরণ অনুযায়ী বর্ণ দুই প্রকার। যথা- ১। স্বরবর্ণ ও ২।ব্যঞ্জনবর্ন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions