উচ্চারণের সুবিধার জন্য দুটি স্বরধ্বনির মাঝে ‘য়’ বা ‘ব’ ধ্বনি আসাকে কী বলে?
Solution
Correct Answer: Option B
দুটি স্বরধ্বনি পাশাপাশি উচ্চারিত হলে মাঝখানে একটি শূন্যস্থানের সৃষ্টি হয়, যা উচ্চারণকে কিছুটা কঠিন করে তোলে। এই কঠিনতা দূর করার জন্য স্বাভাবিকভাবেই মাঝখানে একটি অতিরিক্ত ব্যঞ্জনধ্বনির আগমন ঘটে। এই অতিরিক্ত ধ্বনিকে শ্রুতিধ্বনি বলা হয়। বাংলা ভাষায় এই শ্রুতিধ্বনি দুই প্রকারের হয়ে থাকে:
য়-শ্রুতি (অ-শ্রুতি): দুটি স্বরধ্বনির মধ্যে যদি ‘য়’ (y) ধ্বনির আগমন ঘটে, তবে তাকে য়-শ্রুতি বা অ-শ্রুতি বলে।
উদাহরণ: মা + এর = মায়ের। এখানে ‘আ’ এবং ‘এ’ স্বরধ্বনি দুটির মাঝে ‘য়’ শ্রুতিধ্বনির আগমন ঘটেছে।
ব-শ্রুতি: দুটি স্বরধ্বনির মধ্যে যখন ‘ব’ (w) ধ্বনির আগমন ঘটে, তখন তাকে ব-শ্রুতি বলা হয়।
উদাহরণ: খা + আ = খাওয়া। এখানে ‘আ’ এবং ‘আ’ স্বরধ্বনি দুটির মাঝে ‘ব’ (ওয়া) শ্রুতিধ্বনির আগমন ঘটেছে।