নিচের কোনটি `নঞ্' তৎপুরুষ সমাসের উদাহরণ?

A তেলেভাজা

B চন্দনচর্চিত

C বেতাল

D বাঁদরনাচ

Solution

Correct Answer: Option C

- 'বেতাল = তাল নেই যার' এটি নঞ তৎপুরুষ সমাসের উদাহরণ।
না বাচক নঞ্ অব্যয় (না, নেই, নাই, নয়) পূর্বে বসে যে তৎপুরুষ সমাস হয়, তাকে নঞ্ তৎপুরুষ সমাস বলে।
যেমন:
- না আচার= অনাচার,
- না কাতর= অকাতর। 
এরূপ- অনাদর, নাতিদীর্ঘ, নাতিখর্ব, অভাব ইত্যাদি।

না- বাচক অর্থ ছাড়াও বিশেষ বিশেষ অর্থে নঞ্ তৎপুরুষ সমাস হতে পারে।
যেমন: না/নয় বিশ্বাস= অবিশ্বাস (বিশ্বাসের অভাব), না/নয় লৌকিক= অলৌকিক (ভিন্নতা), না/নয় কেশা= অকেশা (অল্পতা), না/নয় সুর= অসুর (বিরোধ) ইত্যাদি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions