একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দেড়্গুণ। এর ক্ষেত্রফল ২১৬ বর্গমিটার হলে, তার পরিসীমা কত?
A ২০ মিটার
B ৪০ মিটার
C ৬০ মিটার
D ৮০ মিটার
Solution
Correct Answer: Option C
ধরি, বিস্তার x মিটার
∴ দৈর্ঘ্য ১.৫x মিটার
শর্তমতে, ১.৫x x x= ২১৬
⟹ x²= ২১৬/১.৫= ১৪৪
∴ x= ১২
∴ দৈর্ঘ্য= ১.৫ x ১২= ১৮ মিটার
∴ পরিসীমা= ২(১৮+১২)= ৬০ মিটার