'মুক্তি বাহিনী' কাদের নিয়ে গঠিত হয়েছিল?
A যুবকদের
B শ্রমিকদের
C পেশাজীবীদের
D ছাত্র-ছাত্রীদের
Solution
Correct Answer: Option A
মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগ ও এর ছাত্রসংগঠন ছাত্রলীগের কর্মীদের নিয়ে গঠিত হয় মুজিব বাহিনী। পাঁচ হাজার সদস্যের এই বাহিনীকে চারটি সেক্টরে বিভক্ত করা হয়। এ বাহিনীর প্রধান ছিলেন শেখ ফজলুল হক মনি।