কম্পিউটার ও ইন্টারনেটের ব্যবহার কখন ক্ষতিকর?
A সাময়িক
B বাড়াবাড়ি ব্যবহার
C দৈনিক
D ব্যবহার না করলে
Solution
Correct Answer: Option B
কম্পিউটার এমন একটি মেশিন যা প্রদত্ত তথ্য বা উপাত্ত ঠিক থাকলে ১০০ ভাগ সঠিক ফলাফল দেয়। টেলিযোগাযোগ প্রযুক্তিকে ব্যবহার করে কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান প্রদানের প্রযুক্তিকে ইন্টারনেট বলে। আর এ কম্পিউটার বা ইন্টারনেট তখনই ক্ষতিকর হয় যখন এটির বাড়াবাড়ি ব্যবহার করা হয়।