‘লালসালু’ সৈয়দ ওয়ালিউল্লাহের কোন জাতীয় রচনা?
Solution
Correct Answer: Option A
- গ্রাম-বাংলায় ধর্ম নিয়ে একটি শ্রেণির ব্যক্তিস্বার্থ অর্জন ও নারী জাগরণের চিত্র নিয়ে সৈয়দ ওয়ালীউল্লাহ রচনা করেন ‘লালসালু' (১৯৪৮)।
- এ উপন্যাসের অন্যতম চরিত্র: মজিদ, জমিলা, রহিমা, আমেনা, আক্কাস, খালেক ব্যাপারী, তানু, হাসুনির মা, রতন।
• তার উপন্যাসগুলো হলো:
- লালসালু
- চাঁদের অমাবস্যা
- কাঁদো নদী কাঁদো
• তার নাটকগুলো হলো :
- বহিপীর
- তরঙ্গভঙ্গ
- উজানে মৃত্যু
- সুড়ঙ্গ