অর্থনীতিতে উৎপাদন বলতে কী বোঝায়?
A উপযোগ সষ্টি করা
B অধিক সম্পর্ক সৃষ্টি করা
C সম্পর্ক বণ্টন করা
D কল্যাণ বৃদ্ধি করা
Solution
Correct Answer: Option A
- কোনো দ্রব্য বা সেবার মানুষের চাহিদা পূরণের ক্ষমতাকে উপযোগ বলে।
- প্রকৃতি প্রদত্ত সম্পদকে মানুষের শ্রম ও মূলধনের সাহায্যে রূপান্তর করে উপযোগ সৃষ্টি করার প্রক্রিয়াকে উৎপাদন বলে।
- উৎপাদনের মূল উদ্দেশ্য হলো মানুষের চাহিদা পূরণের জন্য উপযোগ সৃষ্টি করা।