একটি দেশে পন্য আমদানির ব্যয় রপ্তানি আয় অপেক্ষা কম হলে নিচের কোনটি সৃষ্টি হয়?
Solution
Correct Answer: Option D
- আমদানি ব্যয়- যখন বিদেশ থেকে কোনো পণ্য বা সেবা বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করা হয়, তখন তাকে আমদানি বলা হয়। এই আমদানি করতে রাষ্ট্র যে ব্যয় করে, সেটাই আমদানি ব্যয়।
- রপ্তানি আয়- নিজের দেশ থেকে অতিরিক্ত পণ্য বা সেবা বিদেশে বিক্রয় বা প্রেরণকে রপ্তানি বলা হয়। রপ্তানি করে রাষ্ট্র যে পরিমাণ আয় অর্জন করে, সেটাই রপ্তানি আয়।
- একটি দেশে পন্য আমদানির ব্যয় রপ্তানি আয় অপেক্ষা কম হলে বাণিজ্য উদ্বৃত্ত হবে।