সম্প্রতি IEEFA বাংলাদেশে প্রাথমিকভাবে প্রচলিত যে জীবাশ্ম জ্বালানি বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা প্রকাশ করেছে তার সম্ভাব্য রেঞ্জ কী?

A 1700-3400 MW

B 2000-5000 MW

C 3400-4000 MW

D 3600-3200 MW

Solution

Correct Answer: Option A

- IEEFA-এর পূর্ণরূু Energy Economics and Financial Analysis (IEEFA).

- IEEFA দেখছে বাংলাদেশ তাৎক্ষণিকভাবে নবায়নযোগ্য শক্তির উৎস থেকে ১,৭০০ মেগাওয়াট-৩,৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে যার খরচ ৫.২৫ টাকা থেকে ৭.৬ টাকা। প্রচলিত জীবাশ্ম জ্বালানি থেকে প্রতি ইউনিট বর্তমান খরচ ৮.৮৪ টাকা।
- IEEFA বিশ্লেষণ করে দেখিয়েছে নবায়নযোগ্য উৎস থেকে ৪০% বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য অর্জনের জন্য ২০৪১ সাল পর্যন্ত বাংলাদেশের বার্ষিক ১.৭১ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions