কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি?

A গামা তরঙ্গ

B এক্সরে

C রেডিও তরঙ্গ

D মাইক্রোওয়েভ

Solution

Correct Answer: Option C

- বেতার তরঙ্গ বা রেডিও তরঙ্গ এক প্রকারের তড়িৎ-চৌম্বকীয় বিকিরণ যার তরঙ্গদৈর্ঘ্যের সীমা ১ মিলিমিটার থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়।
- এই তরঙ্গ খালি চোখে দেখা যায় না। বেতার তরঙ্গের কম্পাঙ্ক দৃশ্যমান আলোর থেকে কম - ৩ কিলোহার্টজ থেকে ৩০০ গিগাহার্টজ।

কিছু গুরুপুর্ণ তথ্যঃ 
- লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি. 
- বেগুনি কোন আলোর তরঙ্গ দৈর্ঘ সবচেয়ে কম
- বেগুনি আলোর প্রতিসরণ সবচেয়ে বেশি
- লাল আলোর প্রতিসরণ সবচেয়ে কম
- বেগুনি আলোর বিক্ষেপণ সবচেয়ে বেশি
- লাল আলোর বিক্ষেপণ সবচেয়ে কম
- বেগুনি বর্ণের আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি
- লাল আলোর বিচ্যুতি সবচেয়ে কম

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions