'যোগাযোগ' উপন্যাসের রচয়িতা কে?

A ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

B ঈশ্বরচন্দ্র গুপ্ত

C বনফুল

D রবীন্দ্রনাথ ঠাকুর

Solution

Correct Answer: Option D

-'যোগাযোগ' উপন্যাসের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর।
-এটি ১৯২৭ সালে মাসিক 'বিচিত্রা' পত্রিকায় 'তিনপুরুষ' নামে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়।
-এ উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র- কুমুদিনী ও মধুসূদন। তার রচিত আরও কয়েকটি উপন্যাস-
-চোখের বালি,
-শেষের কবিতা,
-গোরা, চতুরঙ্গ,
-ঘরে- বাইরে,
-দুইবোন,
-নৌকাডুবি,
-মালঞ্চ,
-রাজর্ষি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions