'চলন্ত' শব্দটির ক্রিয়ামূল কোনটি?

A চল

B চল্‌

C অন্ত

D চলা

Solution

Correct Answer: Option B

ক্রিয়াপদের মূলকে ধাতু বা ক্রিয়ামূল বলে। যেমনঃ কর্, যা, খা, চল্ প্রভৃতি। আবার, ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে দুটি অংশ পাওয়া যায়; এদের একটি হলো ধাতু বা ক্রিয়ামূল, অন্যটি হলো ক্রিয়া বিভক্তি। উক্ত উদাহরণে- 'চল্' হলো ক্রিয়ামূল এবং 'অন্ত' হলো ক্রিয়া বিভক্তি

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions