বিংশ শতকের শ্রেষ্ঠ প্রকৌশলী বলা হয় কাকে? 

A ফজলুর রহমান খান

B নিতুন কুণ্ডু

C ফজলুর রহমান খান

D আবদুর রাজ্জাক

Solution

Correct Answer: Option C

- ফজলুর রহমান খান (এফ আর খান) বাংলাদেশের নেত্রকোনায় ১৯২৯ সালে জন্ম নেওয়া একজন স্থপতি যিনি আমেরিকার শিকাগো শহরে অবস্থিত বিখ্যাত সিয়াস টাওয়ারের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ছিলেন।
- ১১০ তলা বিশিষ্ট ভবনটি ১৯৯৬ সাল পর্যন্ত পৃথিবীর সর্বোচ্চতম ভবন ছিল।
- ভবনটির বর্তমান নাম ‘উইলিস টাওয়ার'।
- ১৯৮৩ সালে এ স্থাপত্য শিল্পের স্বীকৃতি স্বরূপ তিনি ‘আগা খান’ সম্মানে ভূষিত হন।
-মারা যান ১৯৮২ সালে জেদ্দা, সৌদি আরবে।

তার আরো কিছু উল্লেখযোগ্য অবদান হলো

- জন হ্যানকক সেন্টারের নকশা
- জেদ্দা আন্তর্জাতিক বিমান বন্দর
-হজ্ব টার্মিনালের ছাদ কাঠামো
- বাদশাহ আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য নকশা।

- তাকে বিংশ শতকের শ্রেষ্ঠ প্রকৌশলী বলা হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions