তদ্ধিত প্রত্যেয়যোগে গঠিত শব্দ নয় কোনটি?

A হাতল

B ফুলেল

C মুখর

D লিখিত

Solution

Correct Answer: Option D

মূল শব্দের সাথে যোগ হয়ে নতুন বিশেষ্য বা বিশেষণ তৈরি করে এমন উত্তরসূরি (secondary derivative) প্রত্যয়কে তদ্ধিত বলা হয়। বাংলায় সাধারণত -ল, -এল, -র ইত্যাদি ধাঁচের সংযোজন তদ্ধিত হিসেবে কাজ করে।

হাতল
= হাত + -ল (তদ্ধিত) → যন্ত্র বা বস্তু নির্দেশ করে (handle)।
ফুলেল = ফুল + -এল (তদ্ধিত) → ফুলে পরিপূর্ণতা বা সম্পর্ক বোঝায় (having flowers/flowery)।
মুখর = মুখ + -র (তদ্ধিত) → সেই গুণ বা সম্পর্ক বোঝায় যা মুখের সঙ্গে সম্পর্কিত (resonant/vocal)।

এই তিনটি শব্দই মূল নামধাতুর ক্ষেত্রে তদ্ধিত প্রত্যয় যোগ করে গঠিত। যেখানে লিখিত = লিখ + -ত — এখানে -ত হলো ক্রিয়াপদ থেকে গঠিত participial/অতীতক্রিয়া সূচক , অর্থাৎ "যা লেখা হয়েছে" — এটি তদ্ধিত নয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions