The Teesta River water-sharing dispute between India and Bangladesh primarily revolves around:

A Navigation rights for cargo ships

B Flood control during monsoons

C Allocation of dry-season water flows

D Hydropower generation projects

Solution

Correct Answer: Option C

ভারত ও বাংলাদেশের মধ্যে তিস্তা নদীর জল-বন্টন বিতর্কের মূল কারণ হলো শুষ্ক মৌসুমে নদীর জলের ন্যায্য ভাগাভাগি।

তিস্তা নদী হিমালয় থেকে উৎপন্ন হয়ে ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। বর্ষাকালে এই নদীতে জলের প্রবাহ প্রচুর থাকলেও, শুষ্ক মৌসুমে (সাধারণত ডিসেম্বর থেকে মে মাস পর্যন্ত) জলের পরিমাণ মারাত্মকভাবে কমে যায়।

এই সময়ে ভারত তার গজলডোবা বাঁধের মাধ্যমে সেচ ও অন্যান্য প্রয়োজনে নদীর বেশিরভাগ জল পশ্চিমবঙ্গের দিকে প্রবাহিত করে। ফলে, ভাটির দেশ হিসেবে বাংলাদেশ পর্যাপ্ত জল পায় না। এই জলস্বল্পতার কারণে বাংলাদেশের উত্তরাঞ্চলের কৃষি, সেচ ব্যবস্থা এবং মানুষের জীবনযাত্রা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। কোন দেশ কতটুকু জল পাবে, এই ভাগাভাগি নিয়েই দুই দেশের মধ্যে বিরোধ চলছে। বিভিন্ন সময়ে চুক্তি করার চেষ্টা করা হলেও, জলের পরিমাণ নিয়ে একমত হতে না পারায় আজ পর্যন্ত কোনো স্থায়ী সমাধান হয়নি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions