অর্থ পাচারের কারণ নয় কোনটি?

A অবৈধভাবে উপার্জিত অর্থ গোপন করা

B কর ফাঁকি না দেয়া

C কোম্পানির মুনাফা লুকানো

D দেশে বিনিয়োগ পরিস্থিতি না থাকা

Solution

Correct Answer: Option B

অর্থ পাচার হলো এমন একটি প্রক্রিয়া, যার মাধ্যমে অপরাধীরা তাদের বেআইনি উপার্জনের উৎস ও মালিকানা লুকানোর চেষ্টা করে।

অর্থ পাচারের (মানি লন্ডারিং) পেছনে প্রধান কারণসমূহ:
- দেশে বিনিয়োগের উপযুক্ত পরিস্থিতি না থাকা।
- ব্যবসায়ীরা প্রতিযোগিতার চাপের মধ্যে টিকে থাকতে না পারা।
- বাংলাদেশের ভবিষ্যতের প্রতি আস্থা না থাকা।
- অবৈধভাবে উপার্জিত অর্থ গোপন করার চেষ্টা।

 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions