জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা বা জাতিসংঘ পর্যটন (পূর্বতন UNWTO) এর সদর দপ্তর কোথায়?

A তুরিন, ইতালি

B মাদ্রিদ, স্পেন

C প্যারিস, ফ্রান্স

D ফ্রাঙ্কফুর্ট, জার্মানি

Solution

Correct Answer: Option B

- World Tourism Organization (UNWTO)-  বিশ্ব পর্যটন সংস্থা  জাতিসংঘের বিশেষায়িত সংস্থা।
- ১৯৭৫ সালের ২ জানুয়ারি বিশ্ব পর্যটন সংস্থা প্রতিষ্ঠিত হয়।
- ২০০৪ সালে এটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- এর সদরদপ্তর স্পেনের রাজধানী মাদ্রিদে অবস্থিত।
- বর্তমান সদস্য: ১৬০টি।
- বর্তমান মহাসচিব: যুরাব পলোকাসভিলি (Zurab Pololikashvili)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions