Solution
Correct Answer: Option A
- ফিটকিরি হলো সোডিয়াম ও অ্যালুমিনিয়ামের একটি যৌগ লবণ। এটি একপ্রকার অর্ধ স্বচ্ছ কাচসদৃশ কঠিন পদার্থ। এর রাসায়নিক নাম পটাশ এলাম।
- পটাশিয়াম সালফেট ,অ্যালুমিনিয়াম সালফেট এবং ২৪ অণু পানির মিশ্রণে তৈরি হয় ফিটকিরি ।
- এর রাসায়নিক সংকেত K2SO4Al2(SO4)324H2O.
- সাধারণত পানি পরিশোধন করতে ফিটকিরি ব্যবহৃত হয়।তাছাড়া ফিটকিরি ত্বকে বলিরেখা পড়তে দেয় না।
- এছাড়া মুখে ব্রণ, ফুসকুড়ি, ত্বক শুষ্ক হয়ে যাওয়া, চামড়া কুচকে যাওয়া রোধে ফিটকিরি ব্যবহার করা যায়।