বাংলাদেশের অভ্যন্তরে উৎপাদিত, বিক্রিত ও ব্যবহৃত দ্রব্যের উপর সরকার কর্তৃক আরোপিত কর কে বলে?
A আয়কর
B আবগারি শুল্ক
C বিক্রয় কর
D বাণিজ্য কর
Solution
Correct Answer: Option B
- আবগারি শুল্ক দেশের অভ্যন্তরে উৎপাদিত দ্রব্যের ওপর আরোপিত কর।
- পরিভাষা হিসেবে 'আবগারি কর' 'আবগারি শুল্ক' অপেক্ষা ব্যাপকতর অর্থ বহন করে এবং এর মধ্যে দ্রব্য বা সেবার উৎপাদন, বিক্রয়, বা ক্রয়ের ওপর আরোপিত কর অন্তর্ভুক্ত।