4 জন তাঁতী 4 দিনে 4টি মাদুর তৈরি করতে পারে। একই হারে 8 জন তাঁতী 8 দিনে কতটি মাদুর তৈরি করতে পারবে?

A 8টি

B 12টি

C 16টি

D 20টি

Solution

Correct Answer: Option C

4 জন তাঁতি 4 দিনে মাদুর তৈরি করে = 4 টি
∴ 1 জন তাঁতি 1 দিনে মাদুর তৈরি করে = 4/(4 × 4) টি
∴ 8 জন তাঁতি 8 দিনে মাদুর তৈরি করে = (4 × 8 × 8)/(4 × 4) টি
                                                  = 16 টি 
∴ 16 টি মাদুর তৈরি করতে পারবে। 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions