নিচের কোন অন্তরীপে জলবায়ু পরিবর্তনের প্রভাব বেশি পড়ছে, সম্প্রতি এটি নিয়ে বিস্তর গবেষণা হচ্ছে?
A উত্তমাশা অন্তরীপ
B আগুলহাস অন্তরীপ
C হর্ন অন্তরীপ
D হোপ অন্তরীপ
Solution
Correct Answer: Option A
উত্তমাশা অন্তরীপ বর্তমানে জলবায়ু পরিবর্তনের কারণে উল্লেখযোগ্য প্রভাবের সম্মুখীন হচ্ছে। গবেষণা থেকে জানা যায়, এই অঞ্চলের অনন্য ফিনবোস (fynbos) ইকোসিস্টেম বিশেষ হুমকির মুখে পড়েছে। তাপমাত্রা বৃদ্ধির ফলে এবং ঘন ঘন চরম আবহাওয়ার কারণে স্থানীয় জীববৈচিত্র্য ব্যাহত হচ্ছে এবং অনেক প্রজাতির অস্তিত্ব সংকটাপন্ন হয়ে পড়েছে।