প্রত্যক্ষ উক্তির 'আজ' শব্দটি পরোক্ষ উক্তিতে কীসে রূপান্তরিত হয়?
Solution
Correct Answer: Option A
আজ’ পরোক্ষ উক্তিতে সাধারণত ‘সেদিন’ হয়ে যায়।
উদাহরণ
1. প্রত্যক্ষ উক্তি: রাহিম বলল, “আজ আমি স্কুলে যাব।”
পরোক্ষ উক্তি: রাহিম বলল যে সেদিন সে স্কুলে যাবে।
2. প্রত্যক্ষ উক্তি: সুমি বলল, “আজ আমাদের ছুটি।”
পরোক্ষ উক্তি: সুমি বলল যে সেদিন তাদের ছুটি ছিল।