Correct Answer: Option A
সুলতানী আমল বাংলার ইতিহাসের একটি বৃহৎ যুগ, যা ১২০৪ থেকে ১৫৭৬ খ্রিস্টাব্দ পর্যন্ত স্থায়ী ছিল। এই সময়কালে বাংলায় বিভিন্ন মুসলিম শাসক বংশ রাজত্ব করেছিল, যাদের 'সুলতান' উপাধি ছিল। ইলিয়াস শাহী বংশ ছিল এই সুলতানী আমলের একটি গুরুত্বপূর্ণ রাজবংশ। এই বংশের প্রতিষ্ঠাতা ছিলেন শামসুদ্দীন ইলিয়াস শাহ, যিনি ১৩৪২-১৩৫৮ খ্রিস্টাব্দে বাংলার সুলতান ছিলেন। ১৩৫২ খ্রিস্টাব্দে সোনারগাঁওয়ের শাসনকর্তা ফখরুদ্দিন মুবারক শাহের পুত্র ইখতিয়ার উদ্দিন গাজি শাহকে পরাজিত করে দুই বাংলা একত্র করে বৃহত্তর বা অখণ্ড বাংলা প্রতিষ্ঠা করেন। তার সময় থেকেই বাংলায় বসবাসকারী জনগোষ্ঠী ‘বাঙালি’ নামে পরিচিত পায়। তিনি `ইলিয়াস শাহী’ বংশের প্রতিষ্ঠাতা। তার উপাধি ছিলো ‘শাহ-ই বাঙালা’ ও ‘শাহ-ই বাঙালিয়ান’। ইলিয়াস শাহী সুলতানগণ বাংলাদেশে প্রায় ১২২ বছর শাসন করেন। তার আমলে সোনারগাঁও বিখ্যাত বাণিজ্যিক কেন্দ্র হয়।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions