নিচের কোনটি 'ভঙ্গিল পর্বত' নয়?

A হিমালয় 

B আল্পস

C আন্দিজ 

D ব্ল‍্যাক ফরেস্ট 

Solution

Correct Answer: Option D

- ভূ-পৃষ্ঠের অতি উচ্চ, সুবিস্তৃত এবং খাড়া ঢাল বিশিষ্ট শিলাস্তুপকে পর্বত বলে।

- উৎপত্তিগত বৈশিষ্ট্যের ভিত্তিতে পর্বতকে চার ভাগে ভাগ করা যায়।
যথা:
১) ভঙ্গিল পর্বত
২) আগ্নেয় পর্বত
৩) চ্যুতি-স্তূপ পর্বত ও
৪) উত্থিত ক্ষয়জাত পর্বত।

- কোমল পাললিক শিলায় ভাঁজ পড়ে যে পর্বত গঠিত হয়েছে, তাকে ভঙ্গিল পর্বত বলে।
এর প্রধান বৈশিষ্ট্য— ভাঁজ।

ভঙ্গিল পর্বত গুলো হচ্ছেঃ
- এশিয়ার হিমালয়,
- ইউরোপের আল্পস,
- উত্তর আমেরিকার রকি,
- দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বত।

চ্যুতি-স্তূপ পর্বত-  জার্মানির ব্ল‍্যাক ফরেস্ট। 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions