'মানুষ হও' বাক্যটিতে রয়েছে-

A অনুনয়

B আদেশ

C অনুরোধ

D উপদেশ

Solution

Correct Answer: Option D

• উপদেশ অর্থে অনুজ্ঞার উদাহরণ - মানুষ হও

অনুজ্ঞা:
- আদেশ, অনুমতি, অনুরােধ, উপদেশ, প্রার্থনা ইত্যাদির ভাব বােঝাতে ক্রিয়াপদের যে রূপ হয় তাকে বলে অনুজ্ঞা।
- আর যে ক্রিয়াপদে বর্তমান কালের অনুজ্ঞা প্রকাশ পায় তাকে বর্তমান অনুজ্ঞা বলে।
- এক্ষেত্রে ক্রিয়ার শেষে অ, ও, উন, এন যুক্ত হয়।

যেমন:
- সম্ভাবনায় - ভাল করে পড়লে পাস করবে।
- উপদেশ - মানুষ হও।
- প্রার্থনায় - সুখী হও।
- অনুরোধে - কাল দেখা করো।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions