বাংলার শেষ গভর্নর ও ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?

A লর্ড কর্নওয়ালিস

B রবার্ট ক্লাইভ

C ওয়ারেন হেস্টিংস

D লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক

Solution

Correct Answer: Option C

ওয়ারেন হেস্টিংস ছিলেন বাংলার সর্বশেষ গভর্নর এবং ভারতের প্রথম গভর্নর জেনারেল।
তার অবদানঃ
- উপমহাদেশে সর্বপ্রথম রাজস্ব বোর্ড স্থাপন করেন।
- দ্বৈত শাসনের অবসান ঘটান।
- কলকাতা রাজধানী করেন।
- পাঁচশালা বন্দোবস্ত চালু করেন।
- এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন।
- প্রথম ভারতীয় সংবাদপত্র 'বেঙ্গল গেজেট' প্রকাশ করেন।
- ব্রিটিশ পার্লামেন্টে সিভিল সার্ভিস অ্যাক্ট পাস করান।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions