'যার কোন উপায় নেই'- এক কথায় প্রকাশ কী?

A অনুপায়

B নাচার

C অনন্যোপায়

D নিরুপায়

Solution

Correct Answer: Option D

- যার কোনো উপায় অবশিষ্ট নেই, তাকে এক কথায় 'নিরুপায়' বলা হয়।
- 'নিরুপায়' শব্দটি সংস্কৃত 'নির্' (নেই) এবং 'উপায়' শব্দ দুটি মিলে গঠিত হয়েছে, যার আক্ষরিক অর্থ হলো উপায়হীন।
- যদিও 'অনন্যোপায়' শব্দটির অর্থও যার অন্য কোনো উপায় নেই, তবে 'যার কোনো উপায় নেই' এর সবচেয়ে প্রচলিত ও সঠিক এক কথায় প্রকাশ হলো 'নিরুপায়'।
- 'নাচার' শব্দটিও কাছাকাছি অর্থ বহন করলেও, 'নিরুপায়' সবচেয়ে উপযুক্ত।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions