Solution
Correct Answer: Option C
- সমার্থক শব্দ হলো একই অর্থবোধক ভিন্ন শব্দ।
'হাতি' শব্দের একটি সমার্থক শব্দ হলো গজ। হাতির আরও কিছু সমার্থক শব্দ হলো: হস্তী, করী, মাতঙ্গ, দ্বিপ ইত্যাদি।
অম্বু: এর অর্থ জল বা পানি।
কান্না: এর অর্থ ক্রন্দন বা রোদন।
নেত্রবারি: এর অর্থ চোখের জল বা অশ্রু।