একটি বৃত্তের ব্যাস ৪ ফুট হলে কেন্দ্র থেকে পরিধির দূরত্ব কত?
A ১ ফুট
B ২ ফুট
C ৪ ফুট
D কোনোটিই নয়
Solution
Correct Answer: Option B
দেওয়া আছে,
বৃত্তের ব্যাস ৪ ফুট
বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বলা বৃত্তের ব্যাসার্ধ।
বৃত্তের ব্যাসার্ধ = ৪/২ = ২ ফুট।