কোন ধরনের ধধ্বনিগত পরিবর্তনে পরের ই/উ আগে উচ্চারিত হয়?
Solution
Correct Answer: Option B
অপিনিহিতি হলো একটি ধ্বনিগত পরিবর্তন যেখানে শব্দের মধ্যে থাকা 'ই' বা 'উ' ধ্বনি তার প্রকৃত স্থান থেকে এগিয়ে এসে উচ্চারিত হয়। অর্থাৎ, 'ই' বা 'উ' ধ্বনিটি তার পূর্ববর্তী ব্যঞ্জনের পরে না বসে, সেই ব্যঞ্জনের আগেই বসে যায়।
উদাহরণস্বরূপ:
আজি > আইজ: এখানে 'আজি' শব্দে 'জ' এর পরে 'ই' ছিল। অপিনিহিতির কারণে 'ই' ধ্বনিটি 'জ' এর আগে চলে এসে 'আইজ' হয়েছে।
সাধু > সাউধ: এখানে 'সাধু' শব্দে 'ধ' এর পরে 'উ' ছিল। অপিনিহিতির কারণে 'উ' ধ্বনিটি 'ধ' এর আগে চলে এসে 'সাউধ' হয়েছে।
সত্য > সত্যি > সইত্য: এখানে 'সত্য' থেকে 'সত্যি' হয়ে তারপর অপিনিহিতির কারণে 'ই' ধ্বনিটি 'ত্' এর আগে চলে এসে 'সইত্য' হয়েছে।