দেয়ালে একটি মই এমনভাবে স্থাপন হলো যেন দেয়ালের নিচ হতে মইয়ের দূরত্ব ২.৫ মিটার। ভূমি হতে মইটি ৬ মিটার উঁচু একটি জানালাকে স্পর্শ। মইটির দৈর্ঘ্য কত?
A ৫.৬ মিটার
B ৬.৫ মিটার
C ৪২.২৫ মিটার
D ৩৬ মিটার
Solution
Correct Answer: Option B

মইটির দৈর্ঘ্য = √ {৬
২ + (২.৫
২)}
= √(৩৬ + ৬.২৫)
= √৪২.২৫
= ৬.৫ মিটার