বাংলাদেশের কোন উপজাতি বৈষ্ণব ধর্মের অনুসারী?
A হাজং
B মনিপুরী
C ওরাও
D মালো
Solution
Correct Answer: Option B
বাংলাদেশে মনিপুরী উপজাতি বাস করে সিলেট অঞ্চলে। নৃত্য ও সঙ্গীত মণিপুরীদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। মণিপুরী সংস্কৃতির সবচেয়ে উৎকৃষ্ট নিদর্শন হচ্ছে রাসা (Rasa) নৃত্য।
ডালু ও মনিপুরী উপজাতিদের ধর্ম বৈষ্ণব।
রাসপূর্নিমা- মনিপুরীদের বৃহত্তম উৎসব।