সাকিল দ্রুত লিখতে পারে। - এ বাক্যে দ্রুত কী ধরনের ক্রিয়াবিষেণ?

A বাক্য সংযোজক

B স্থানবাচক

C ভাবজ্ঞাপক

D সময়বাচক

Solution

Correct Answer: Option C

- যে ক্রিয়াবিশেষণ দ্বারা কোনো কাজ কীভাবে বা কেমন করে সংঘটিত হচ্ছে বুঝায় তাকে ধরনবাচক বা ভাবজ্ঞাপক ক্রিয়াবিশেষণ বলে।
যেমন :
সাকিল দ্রুত লিখতে পারে।
কাজটা ভালোভাবে সম্পন্ন হয়েছে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions