অ-কারান্ত ও ব্যঞ্জনান্ত শব্দের উত্তরে ষষ্ঠী বিভক্তির 'র' স্থলে কী যুক্ত হয়?
Solution
Correct Answer: Option D
- যেসব শব্দের শেষে 'অ' ধ্বনি থাকে (অ-কারান্ত) বা ব্যঞ্জনবর্ণ থাকে (ব্যঞ্জনান্ত), সেগুলোর সাথে ষষ্ঠী বিভক্তি হিসেবে 'এর' যুক্ত হয়।
- এটি সম্বন্ধ পদ গঠনে ব্যবহৃত হয়।
- উদাহরণস্বরূপ: 'কলম' (ব্যঞ্জনান্ত) শব্দটি 'কলম + এর = কলমের' হয়।
- একইভাবে, 'বই' (অ-কারান্ত) শব্দটি 'বই + এর = বইয়ের' হয়।
- কিন্তু স্বরান্ত শব্দের শেষে শুধু 'র' যুক্ত হয়, যেমন: 'মা + র = মার'।