‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার – ২০২০’কথাসাহিত্যে পুরষ্কার পান-
A ইমতিয়ার শামীম
B মুহাম্মদ সামাদ।
C আনজীর লিটন
D অপরেশ বন্দ্যোপাধ্যায়
Solution
Correct Answer: Option A
‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার – ২০২০’ ( পেয়েছেন – ১০ জন ব্যক্তি)।
১। কবিতায় – মুহাম্মদ সামাদ।
২। কথাসাহিত্যে – ইমতিয়ার শামীম।
৩। প্রবন্ধ/গবেষণায় – বেগম আকতার কামাল।
৪। অনুবাদে – সুরেশরঞ্জন বসাক।
৫। নাটকে – রবিউল আলম।
৬। শিশুসাহিত্যে – আনজীর লিটন।
৭। মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় – সাহিদা বেগম।
৮। বিজ্ঞান/কল্পবিজ্ঞানে – অপরেশ বন্দ্যোপাধ্যায়।
৯। আত্মজীবনী /স্মৃতিকথা /ভ্রমণকাহিনীতে – ফেরদৌসী মজুমদার।
১০। ফোকলোর সাহিত্যে – মুহাম্মদ হাবিবুল্লা পাঠান।