‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার – ২০২০’কথাসাহিত্যে পুরষ্কার পান-

A ইমতিয়ার শামীম

B মুহাম্মদ সামাদ।

C আনজীর লিটন

D অপরেশ বন্দ্যোপাধ্যায়

Solution

Correct Answer: Option A

‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার – ২০২০’ ( পেয়েছেন – ১০ জন ব্যক্তি)। ১। কবিতায় – মুহাম্মদ সামাদ। ২। কথাসাহিত্যে – ইমতিয়ার শামীম। ৩। প্রবন্ধ/গবেষণায় – বেগম আকতার কামাল। ৪। অনুবাদে – সুরেশরঞ্জন বসাক। ৫। নাটকে – রবিউল আলম। ৬। শিশুসাহিত্যে – আনজীর লিটন। ৭। মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় – সাহিদা বেগম। ৮। বিজ্ঞান/কল্পবিজ্ঞানে – অপরেশ বন্দ্যোপাধ্যায়। ৯। আত্মজীবনী /স্মৃতিকথা /ভ্রমণকাহিনীতে – ফেরদৌসী মজুমদার। ১০। ফোকলোর সাহিত্যে – মুহাম্মদ হাবিবুল্লা পাঠান।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions