কোন স্বরধ্বনির সংবৃত ও বিকৃত দুইরকম উচ্চারণ পাওয়া যায়?
Solution
Correct Answer: Option B
‘এ' ধ্বনির উচ্চারণ দুই রকম। সংবৃত ও বিবৃত। এ ধ্বনির বিবৃত উচ্চারণ ইংরেজি ক্যাট ও ব্যাট এর মতো। যেমনঃ দেখ (দ্যাখ).।
অ-ধ্বনির বিবৃত উচ্চারণঃ অটল (অট্ল), অনাচার, কথা ইত্যাদি।
অ-ধ্বনির সংবৃত উচ্চারণঃ অতি (ওতি), প্রিয়তম (প্রিয়তমো) ইত্যাদি।।