সরল বাক্যের উদাহরণ কোনটি?
A দোষ স্বীকার করলে তোমাকে শাস্তি দেব না
B তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয়নি
C সত্য কথা বলিনি তাই বিপদে পড়েছি
D যত দিন জীবিত থাকব,ততদিন তোমার কথা মনে থাকবে
Solution
Correct Answer: Option A
যে বাক্যে একটি সমাপিকা ক্রিয়া থাকে, তাকে সরল বাক্য বলে। যেমন - পাখিগুলাে নীল আকাশে উড়ছে, তিনি ভাত খেয়ে ঘুমিয়ে পড়লেন।
সরল বাক্যে অনেক সময়ে ক্রিয়া অনুপস্থিত থাকে। যেমন - আমরা তিন ভাইবােন।
বাক্যের মধ্যে এক বা একাধিক অসমাপিকা ক্রিয়া থাকলেও সরল বাক্য হয়। যেমন - তিনি খুব সকালে ঘুম থেকে উঠে পায়চারি করতে করতে বাজারের দিকে গেলেন ।