'উলুবনে মুক্ত ছড়ানাে' প্রচলিত এমন শব্দগুচ্ছকে বলে-

A প্রবাদ-প্রবচন

B এককথায় প্রকাশ

C ভাবসম্প্রসারণ

D বাক্য সংকোচন

Solution

Correct Answer: Option A

দীর্ঘদিনের অভিজ্ঞতা-লব্ধ কোনো গভীর জীবনসত্য লোকপ্রিয় কোন সংক্ষিপ্ত উক্তির মধ্যে সংহত হয়ে প্রকাশিত হলে তাকে প্রবাদ-প্রবচন বলে।
উলুবনে মুক্ত ছড়ানো প্রচলিত এমন শব্দগুচ্ছকে বলা হয় প্রবাদ-প্রবচন। যার ইংরেজি – To cast pearls before swine.

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions