৩০ কি.মি পথ পাড়ি দিতে জয়নুলের রনির থেকে ২ ঘণ্টা সময় বেশি লেগেছে। জয়নুল যদি তার গতি দ্বিগুণ করত তাহলে রনির থেকে ১ ঘণ্টা সময় কম লাগত। জয়নুলের গতি কত ছিল?

A ৪ কি.মি./ঘন্টা

B ৫ কি.মি./ঘন্টা

C ৬ কি.মি./ঘণ্টা

D ৭.৫ কি.মি./ঘণ্টা

Solution

Correct Answer: Option B

ধরি, জয়নুল এবং রনির গতিবেগ যথাক্রমে x এবং y কিলোমিটার/ঘণ্টা 

১ম শর্তানুসারে, 30/y = 30/x - 2
২য় শর্তানুসারে, 30/y = 30/2x + 1

প্রশ্নমতে,
 30/x - 2 = 30/2x + 1
⇒ 30/x - 30/2x = 1 + 2 = 3
⇒ (60 - 30)/2x = 3
⇒ x = 30/(2×3) = 5

∴ জয়নুলের গতিবেগ 5 কিলোমিটার/ঘণ্টা 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions